।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ৫ জন অটো রিকশা চালকদের মারধরের ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। সোমবার (১৪ আগস্ট) দুপুরে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পুরাতন বাস ট্রাক স্ট্যান্ড) এর সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ পালন করেন তারা। ফলে চিলমারী-কুড়িগ্রাম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, আমাদের সংগঠনের অগোচরে নিয়মবর্হিভূতভাবে মঈনুল ইসলাম পারভেজ, জিয়াউর রহমান, মুন্না, জাহেরুল, মিনহাজুল নামের কয়েকজন প্রায় ৪ মাস থেকে একটি ভুয়া কমিটি ঘোষণা করে চালকদের বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা আদায় করে আসছে। যে চালক তাদের অবৈধ নির্দেশনা মানে না ও চাঁদা দেয়না তাদেরকে মারপিট করেন। রবিবার (১৩ আগস্ট) উলিপুর পোস্ট অফিস মোড়ে ৫ জন চালককে পিটিয়ে গুরুত্বর আহত করেন তারা। এভাবে আমরা প্রতিনিয়তই হামলার শিকার হই। আমরা এর সুবিচার চাই।
আহত চালকরা হলেন, জোদ্দার মিয়া, শাহজালাল, রানা, মিলন ও উপজেলা চেইন মাস্টার ফারুক আহমেদ। বর্তমানে তারা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, অটো রিকশা, অটো টেম্পু, সিএনজি চালকরা উলিপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করা হয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/আগস্ট/১৪/২৩