|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, আগস্ট ১৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন, হুমকিতে ৬ শতাধিক বাড়িঘর
চিলমারী ইউনিয়নের শাখাহাতি, করাই বরিশাল, বৈলমন দিয়ারখাতা, ও নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ার খাতা এলাকায় কয়েক দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়েছে প্রায় ৪০টি পরিবারে বাড়িঘর। হুমকির মুখে রয়েছে ছয় শতাধিক বাড়িঘর।
➤ ভূরুঙ্গামারীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২
গ্রেফতার হওয়া একজন নাগেশ্বরীর কচাকাটা থানার পূর্ব কেদার গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিন (২৯)। তিনি সোনাহাট স্থলবন্দরের পাথরভাঙ্গা মেশিনের চালক। অপরজন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি শঠিবাড়ী গ্রামের মহর আলীর ছেলে আল আমিন (১৯)।
➤ নাগেশ্বরীতে তৈরি কাগজের কলমের কালি ফুরালে জন্মায় সবুজ গাছ
কুড়িগ্রামে দোয়া, র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে উত্তরের জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামছুল হক মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=26024
➤ কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, মিলেছে মাদকসেবনের আলামত
কুড়িগ্রাম পৌর শহরের নামা ভেলাকোপা এলাকা থেকে মো: লিংকন হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র।
https://www.ulipur.com/?p=26032
➤ উলিপুরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
শনিবার (১২ আগস্ট) রিংকির বাবা-মা বাড়িতে না থাকায় একাই ঘুমিয়েছিলেন তিনি। সকালে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রিংকির গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
https://www.ulipur.com/?p=26038
➤ ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আশেক আলীর (২৮) এর সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমী খাতুনের। মেয়ের সুখের কথা চিন্তা করে মনছুর আলী বিয়ের সময় জামাইকে এক লক্ষ টাকা দেন। কিন্তু জামাই আশেক আলী তার বাবা মায়ের পরামর্শে বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য মৌসুমীর উপর চাপ প্রয়োগ করতে থাকেন।
https://www.ulipur.com/?p=26044
➤ অবিরাম বর্ষণে তলিয়েছে ক্ষেত, আমন নিয়ে উদ্বিগ্ন কুড়িগ্রামের কৃষকরা
কুড়িগ্রামে শনিবার (১২ আগস্ট) দুপুর থেকে রবিবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময়ে এ জেলায় সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ তথ্য নিশ্চিত করেন রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তুহিন মিয়া।
https://www.ulipur.com/?p=26048