|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ১২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ স্বস্তির বৃষ্টিতে ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমেছে চিলমারীর কৃষকরা
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের পাট নষ্ট করেছে বন্যা আর উঁচু এলাকায় খড়া। এখনও চরাঞ্চলে পানি থাকলেও খড়া চিন্তায় ফেলাইছিল, আমন চাষ নিয়ে চিন্তায় ছিলাম এখন বৃষ্টি হবার নাগছে তাই দেরি না করে চাষ শুরু করেছি।
https://www.ulipur.com/?p=25969
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬
উলিপুর থানায় পাঁচজন, ফুলবাড়ী থানায় চারজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, সাজাপ্রাপ্ত জিআর মামলায় ওয়ারেন্ট মূলে দুইজন, সিআর মামলায় সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দুইজন, পূর্বের মামলায় পাঁচজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জন আসামী গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=25987
➤ কুড়িগ্রামে করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুড়িগ্রামে দোয়া, র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে উত্তরের জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামছুল হক মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=25995
➤ কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া পয়েন্টে ১৩ সে.মি. বেড়েছে বিপৎসীমার ৮৯ সে.মি, চিলমারী পয়েন্টে ৫ সে.মি বেড়ে বিপৎসীমার ৭৭ সে.মি, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৫ সে.মি বেড়ে বিপৎসীমার ১১১ সে.মি ও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১ সে.মি.বেড়ে বিপৎসীমার ২৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
https://www.ulipur.com/?p=26006
➤ নাগেশ্বরীতে বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ
শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী বাবা রজব আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার (১০ আগস্ট) দুপুরে বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে তাকে মারধর করে, নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উপায় অন্তর না পেয়ে ন্যায় বিচারের আসায় নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন তিনি।
https://www.ulipur.com/?p=26009