।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামী। শনিবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলায় ওয়ারেন্টে চৌদ্দজন আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় দুইজন, উলিপুর থানায় আটজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় তিনজন।
এছাড়াও সিআর মামলায় ওয়ারেন্ট মূলে সদর থানায় একজন, উলিপুর থানায় পাঁচজন, ফুলবাড়ী থানায় চারজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, সাজাপ্রাপ্ত জিআর মামলায় ওয়ারেন্ট মূলে দুইজন, সিআর মামলায় সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দুইজন, পূর্বের মামলায় পাঁচজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’