।। নিউজ ডেস্ক ।।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা থেকে কুড়িগ্রামে আসা মাঈদুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (০৭ আগস্ট) তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত যুবক কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টোরিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবক মাঈদুল ইসলাম জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা নিরীক্ষা করালে তার ডেঙ্গু সনাক্ত হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন। অবশিষ্ট ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ৩জন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মাঈদুলকে সোমবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।