।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের প্রত্যন্ত চরাঞ্চলে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সাহেবের আলগা ইউনিয়নের দই খাওয়ার চর গ্রামের আইয়ুব আলীর পুত্র মোঃ শফি আলম (২৫), আতাব আলীর পুত্র মোঃ সুজন মিয়া (৩৩), লাল মিয়ার পুত্র মোঃ জিয়ারুল, সৈয়ব খানের পুত্র মোঃ আশাদ খান (৩৫), মৃত কুরবান আলী শেখের পুত্র মোঃ নুর জামাল (৪০), মৃত আফছার মিয়ার পুত্র মোঃ আজাদ (৩০), আনছার আলীর পুত্র আদম আলী (৩৮), মৃত হানিফ আলীর পুত্র মোঃ মাইদুল ইসলাম (৪০), মৃত আরদশ আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম ( ৩৪) ও মৃত জোশন আলীর পুত্র মোঃ শাহাব উদ্দিন।
পুলিশ জানায়, বুধবার (০৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ্ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের পূর্ব দই খাওয়ার চর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/আগস্ট/১০/২৩