|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, আগস্ট ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল জরিমানা
বুধবার (০৯ আগস্ট) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত জরিমানা ও সাজা প্রদান করেন।
➤ উলিপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক গওছল স্যার আর নেই
উলিপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সবার প্রিয় গওছল হক সরদার স্যার আর নেই। বুধবার (০৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম সরদার পাড়া গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৯
পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১, রাজিবপুর-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (কুড়িগ্রাম-০২, রাজারহাট-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৭ জন (উলিপুর-০১, নাগেশ্বরী-০৫, ভূরুঙ্গামারী-০১), পূর্বের মামলায় ০২ জন (উলিপুর-০১, ভূরুঙ্গামারী-০১) ১৫১ ধারায় গ্রেফতার ০২ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১), ৩৪ ধারায় গ্রেফতার ০২ জন (কুড়িগ্রাম)সহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=25919
➤ উলিপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
উলিপুরে গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নারিকেলবাড়ী খামার গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।
https://www.ulipur.com/?p=25925
➤ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কুড়িগ্রামে ৫০৫টি পরিবার পেল ঘরসহ জমির দলিল
আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জেলার ৯ উপজেলায় ৫০৫টি হত দরিদ্র ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। এরমধ্যে-কুড়িগ্রাম সদরে ৩টি, নাগেশ্বরীতে ৪২টি, ভূরুঙ্গামারীতে ১৪ টি, ফুলবাড়ীতে ৫টি, রাজারহাটে ৩০৪টি, উলিপুরে ৫৯টি, চিলমারীতে ৩৬টি, রৌমারীতে ১৭টি ও রাজিবপুরে ২৫টি ঘরসহ দলিল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে চিলমারীর হরিজন সম্প্রদায়ের জন্য ৩০টি এবং রাজারহাটে ঢুলি পরিবারের জন্য ১৯টি ঘর প্রদান করা হয়।
https://www.ulipur.com/?p=25928