জরীফ উদ্দীন (উলিপুর, কুড়িগ্রাম): ইফতার, তারাবী ও সেহরীর সময় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ ও ইফতারসহ সকল খাবার ভেজালমুক্ত করার দাবিতে উলিপুর চৌরাঙ্গীর মোড়ে সকাল ১১টায় রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির, উলিপুর উপজেলা শাখায় উদ্যেগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম এর সহ-সমন্বক আব্দুস সোবহান জুয়েল, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জরীফ উদ্দীন, উলিপুর শাখার আহ্বায়ক আপন আলমগীর, সদস্য সচিব নূর আমিন, সদস্য শাহিনুল ইসলাম লিটন, পাঁচপীর শাখার মাহাফুজ, রনি প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আলোচনায় বক্তারা খাদ্যের ভেজাল ও ফরমালিনের যথেচ্ছ ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন। ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্যের জন্য বিচারের আওতাভুক্ত আনার দাবি করেন। তাছাড়াও সার্বক্ষণিক বিদ্যুতের দাবী জানান তারা।