|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ০৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে ৫৮ বছর বয়সে এসএসসি পাস করলেন সাবেক ইউপি মেম্বার
রাজারহাট সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোঃ শাহালম (৫৮) বছর বয়সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) মানবিক বিভাগে জিপিএ ২.৪১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
➤ জীবন সংগ্রামে হেরে যাচ্ছে রুমা
তিন বেলা খাবার জোগানো সম্ভব নয় যেখানে বাড়তি ওষুধ কেনাটা সেখানে যেন বিলাসিতা। একটি প্রতিবন্ধীসহ দু’টি অপ্রাপ্ত বয়স্ক সন্তান নিয়ে অসহায় জীবন পার করছেন কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেল স্টেশন পাড়ার বাসিন্দা অসুস্থ রুমা বেগম। বয়সের কথা বলতেই হিসাব কষে পারলেন না বলতে। জীবন সংগ্রামের হিসাব মেলাতে না পেরে যেন সব হিসাব তার এলোমেলো।
https://www.ulipur.com/?p=25888
➤ ময়লা ও দুর্গন্ধময় পরিবেশে বাস করছে উলিপুরের রবিদাস পরিবার
গত এক সপ্তাহ আগে জায়গাটি ছেড়ে দিতে বাধ্য হন তারা। ফলে আশ্রয়হীন হয়ে পড়ে পরিবারটি। কোথাও ঠাঁই না হওয়ায় নিরুপায় হয়ে আশ্রয় নেন বাজারের পরিত্যক্ত হাট শেডে। হাট শেডটি ময়লা দুর্গন্ধময় হওয়ায় বসবাসের অনুপযোগীসহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা।
https://www.ulipur.com/?p=25895
➤ কুড়িগ্রাম সদর ও উলিপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও শেখ রাসেল অডিটরিয়ামে এবং উলিপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে পৃথকভাবে পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=25900
➤ রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জানা গেছে, মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে ওই এলাকায় বাড়ীর পাশ্ববর্তী পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের পানিতে সহপাঠীরাসহ গোসল করতে যায় শিশু রুকাইয়া। গোসল করতে নেমে তারা সকলে সাতার শেখার চেষ্টা করেন। শিশুটি সাতার না জানার কারণে গভীর পানিতে ডুবে যায়।
https://www.ulipur.com/?p=25906