।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর ও উলিপুরে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও শেখ রাসেল অডিটরিয়ামে এবং উলিপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে পৃথকভাবে পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সহ-সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. আমজাদ হোসেন, মামুনুর রশিদ, রুহুল আমিন দুলাল, ডক্টর শাহনাজ বেগম নাজু, তাহমিনা বেগম, মাহবুবা বেগম লাভলী, আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
অপরদিকে, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রমুখ। স্বাধীনতা উত্তর ও স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর বলিষ্ট ভূমিকা সমূহ নিয়ে আলোচনা করেন বক্তারা।
এদিকে “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার বেলা ১১ টায় উলিপুর উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। বক্তব্য রাখেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
তথ্য আপা সুলতানা সাথীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক মুকুল, সাইদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন। শেষে সেলাই মেশিন বিতরণ ও অনুদান প্রদান করা হয়।