আঃ ছোবহান জুয়েলঃ উলিপুরে ফল ব্যবসায়ীরা ৩য় দিনের মত ধর্মঘট অব্যাহত রেখে সঠিক পুনর্বাসনের দাবীতে মানববন্ধন ও উলিপুর চৌরাস্তার মোড়ে রাস্তায় ৩ দিনের পঁচে যাওয়া ফল ঢেলে দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি উলিপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের রাস্তার দু’ধারের গড়ে উঠা ফলের দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। যানজট নিরসনে রাস্তার ধারে উচ্ছেদ হওয়া ফলের দোকানগুলোর জন্য ফল মার্কেট নির্মান করে উলিপুর পৌরসভার মেয়র সেখানে প্রায় অর্ধ শতাধিক ফল ব্যবসায়ীকে পূণর্বাসন করেন। ফল ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩ মাস ধরে নির্মিত ওই ফল মার্কেটে ক্রেতারা তেমন আসেন না। ফলে প্রতিদিনই অবিক্রিত ফল পঁচে নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। উলিপুর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ব্যবসায়ীরা বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আগে প্রতিদিন একেক ব্যবসায়ী ২০ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করতো। এখন ১/২ হাজার টাকার বেশি বেঁচাকেনা হয় না। উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও যানজট নিরসনে জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফল ব্যবসায়ীদের স্বার্থে নতুন করে ফল মার্কেট নির্মান করে তাদের পুনর্বাসন করেছি। কিন্তু উচ্ছেদ করা ফুটপাতে আর কাউকে বসতে দেব না।
উলিপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন বাবু বলেন, উলিপুর-কুড়িগ্রাম সড়ক সংলগ্ন যে কোন জায়গায় আমাদের পূনর্বাসন না করলে আমরা আর এই ব্যবসা করবো না।