|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ০৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
নাগেশ্বরীতে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় মিলিত হন অতিথিবৃন্দ।
➤ কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
➤ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শনিবার সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে যায় শাহাদুল। এসময় সে একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচ এর তার লাগাতে গেলে বিদ্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান।
https://www.ulipur.com/?p=25827
➤ কুড়িগ্রামে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামাল অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর সর্বোচ্চ ত্যাগ ও অবদানের কথা তুলে ধরতে হবে।
https://www.ulipur.com/?p=25824
➤ রাজনৈতিক সংকট নিরসনে কুড়িগ্রামে সুজন এর মানববন্ধন কর্মসূচি
সুজনের আয়োজনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ, প্রাণহানি ও সংঘর্ষ এড়াতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সংলাপ ও পারস্পারিক সমঝোতোর মাধ্যমে একটি অংশগ্রহনমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।
https://www.ulipur.com/?p=25833