।। টেক ডেস্ক ।।
বিশ্বে বেড়েই চলেছে প্রযুক্তির ব্যবহার। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার হামলাসহ অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে স্মার্টফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করায় সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, ব্যক্তির অজান্তেই ফোনের ক্যামেরা বা ওয়েবক্যাম চালু করে ছবি বা ভিডিও ধারণও করতে পারে। ফলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য নিজেদের দখলে নিতে পারে সাইবার অপরাধীরা।
স্মার্টফোনের ক্যামেরা হ্যাক হয়ে গেলে প্রাথমিকভাবে বুঝতে পারাটা কষ্ট সাধ্য। তবে কিছু বিষয় যাচাই করে সহজে হ্যাকের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, স্মার্টফোনের ক্যামেরা হ্যাক হলে বুঝার উপায় এবং করণীয়ঃ-
✤ আপনার ফোনের গ্যালারিতে অপ্রত্যাশিত ফটো। অর্থাৎ, যে ফটো আপনি তুলেননি কিন্তু সে ফটো আপনার ফোনের গ্যালারিতে দেখাচ্ছে।
✤ অনেক সময় নিজের অজান্তেই ক্যামেরা অ্যাপ্লিকেশন সচল হয়ে যায়।
✤ ফ্ল্যাশলাইট জ্বলে ওঠার পাশাপাশি ভিডিও কলের সময় আলো কমবেশি হওয়া।
✤ ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া।
✤ ফোন বা ওয়েবক্যাম ব্যবহারে সমস্যা হওয়া এবং বিভিন্ন সুবিধা নিজ থেকেই চালু হওয়া।
✤ কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার নাম বা পেশা উল্লেখ করে নিয়মিত ই-মেইল বা সামাজিক মাধ্যমে বার্তা আসা।
যদি উপরোক্ত বিষয় গুলো যদি আপনার স্মার্টফোনে দেখতে পান, তাহলে অপ্রত্যাশিত কিছু হওয়ার আগে ফোনের সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা মোবাইল সার্ভিসিং পয়েন্টে গিয়ে হ্যাকড রিমুভ করা যেতে পারে। এছাড়াও সাইবার অপরাধীদের ফাঁদ থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ফোনের ক্যামেরা বা ওয়েবক্যাম ঢেকে রাখার পাশাপাশি নিয়মিত অপারেটিং সিস্টেম পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক লিংকে প্রবেশ না করা।