।। নিউজ ডেস্ক ।।
“শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেল নির্বাহী অফিসার শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর লস্কর আলী, সহকারী শিক্ষা অফিসার ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল হক বাচ্চু, যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নতুন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিশামত ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফুর্নামেন্টের ফাইনাল খেলায় বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দূর্গাপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উল্লেখ্য, উপজেলায় ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় থেকে এই টুর্নামেন্টে ১৪টি দল অংশগ্রহণ করেন।
//নিউজ//উলিপুর//মালেক/আগস্ট/০৩/২৩