।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তিগত বা পেশাগত জীবনে একাধিক ব্যক্তি সাথে যোগাযোগ সহজতর করতে একাধিক মেসেঞ্জার একাউন্ট ব্যবহার করেন। ফলে একই ফোনে একাধিক মেসেঞ্জার একাউন্ট ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে যায়। তবে আপনি চাইলেই এই ঝামেলা থেকে মুক্তির পেতে পারেন, একই ফোনে দুটি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, একই স্মার্টফোনে দুটি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করার উপায়ঃ-
✤ প্রথমত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করতে হবে।
✤ ডুয়াল অ্যাপ বা অ্যাপ ক্লোনার অপশন নির্বাচন করে পরবর্তী পেজে থাকা মেসেঞ্জার আইকনের টগল চালু করতে হবে।
✤ টগলটি চালুর পর মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোডের বার্তা পপআপ আকারে দেখা যাবে।
✤ এবার বার্তার নিচে ইনস্টল বাটনে ট্যাপ করলেই মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে।
✤ কপি অ্যাপটিতে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করে মেসেঞ্জার ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, কপি হওয়া মেসেঞ্জার অ্যাপটি ফেসবুকেরই তৈরি। এটি মেসেঞ্জারের লাইট ভার্সন নয়। যার ফলে অ্যাপটি ব্যবহার করে মেসেঞ্জার অ্যাপের সব সুবিধাই পাওয়া যাবে। এছাড়াও মেসেঞ্জার ও মেসেঞ্জারের কপি অ্যাপ আলাদাভাবে চালু বা বন্ধের সুযোগ থাকায় ইচ্ছেমতো অ্যাকাউন্ট পরিবর্তন করা যায়।