|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ০১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন কুড়িগ্রামের ৪০ হাজার নেতাকর্মী
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ৫০ হাজার নেতাকর্মী কুড়িগ্রাম থেকে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৪০ হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে জনসমুদ্রে পরিণত করবে ইনশাআল্লাহ।
➤ কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করলেন হাজারো মানুষ
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে কাঁচিচরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ফাইনাল খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। এছাড়া নৌকাবাইচ ঘিরে ওই এলাকায় বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান।
➤ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘ দিন থেকে অসন্তোষ বিরাজ করছে। সরকারের কাছে চলমান এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা।
https://www.ulipur.com/?p=25758
➤ শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও মৎস্য অনুষদ চালুর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়। শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে ইউজিসি।
https://www.ulipur.com/?p=25765
➤ কুড়িগ্রামে ছিটমহল বিনিময়: ঐতিহাসিক মানবিক অর্জন শীর্ষক সভা অনুষ্ঠিত
বিলুপ্ত বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সেক্রেটারী গোলাম মোস্তফা দাবী তোলেন, ১ আগস্ট তারিখকে রাষ্ট্রীয়ভাবে ছিটমহল মুক্ত দিবস হিসেবে পালন করা হোক। এছাড়াও তিনি ছিটমহল আন্দোলনরে সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদের তালিকা রাষ্ট্রীয়ভাবে গেজেট আকারে প্রকাশ করার দাবি জানান।
https://www.ulipur.com/?p=25768