।। উপজেলা প্রতিনিধি ।।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষকদের বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা।
মঙ্গলবার (১ আগষ্ট) রাজিবপুর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির শুরুতে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে মানববন্ধন করে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান অংশগ্রহণকারীরা।
সমাবেশে আগত বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই অ্যাকাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলও সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে।
সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘ দিন থেকে অসন্তোষ বিরাজ করছে। সরকারের কাছে চলমান এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নয়াচর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল ইসলাম মুকুল, জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন (বাবু), নুর হোসেন খান সাংগঠনিক সম্পাদক শিক্ষক সমিতি রাজিবপুর, যুবলীগ সভাপতি ও শিক্ষক আজিবর রহমান মাস্টার, শিক্ষক রেজাউল করিম মিঠু প্রমুখ।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/আগস্ট/০১/২৩