|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুলাই ৩১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
“শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
➤ জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবে ৪ শতাধিক চারাগাছ বিতরণ
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ হাজার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে সোমবার (৩১ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দের মাঝে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=25731
➤ কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে নিউজ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ।
https://www.ulipur.com/?p=25738
➤ উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ২
জানা গেছে, রোববার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহালমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল বাজারের দোলায় একটি বাঁশঝাড় থেকে জুয়া খেলার সরঞ্জামসহ মোঃ মাসুদ ও মোঃ ঈমান আলীকে আটক করা হয়।
https://www.ulipur.com/?p=25742
➤ ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নতুনহাট বাজারের দোকান ঘরের চালের টিন লাগাতে উঠার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার লেগে আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
https://www.ulipur.com/?p=25747