।। নিউজ ডেস্ক ।।
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ হাজার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে সোমবার (৩১ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দের মাঝে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক সফি খান, উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যসহ কুড়িগ্রাম জেলার অন্যান্য সম্মানিত সাংবাদিকবৃন্দ।
জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ করায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবুজ কুড়িগ্রামের প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের এই চারাগাছ বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার।