|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ৪৬ বছর বয়সে এসএসসি পাশ করলেন রহিমা
অদম্য ইচ্ছে শক্তি আর পরিবার শিক্ষকদের অনুপ্রেরণায় ৪৬ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের মোছাঃ রহিমা বেগম নামের এক নারী।
➤ দারিদ্রতাকে হার মানিয়ে এসএসসিতে সাফল্য পেয়েছে উলিপুরের আকাশ
আকাশ জানায়, বাবার অভাবের সংসারে ঠিকমতো খেতেই পারতাম না। একটা জামা একটা প্যান্ট দিয়েই বছর পার করতাম। পরে মোবাইলে ফ্রিল্যান্সিং করে চার-পাঁচ হাজার টাকা আয় হতো। তা দিয়েই আমার ও ছোট দুই বোনের পড়ার খরচ এবং কোন রকম পরিবার চলত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাকিটা আল্লাহ্ ইচ্ছা করেছেন বলেই সম্ভব হয়েছে।
https://www.ulipur.com/?p=25721
➤ রাজিবপুরের পলাতক আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার
ঢুষমারা থানার অধিনে রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী বিশু আলম (২৩) কে ঘটনার প্রায় দুইমাস পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
https://www.ulipur.com/?p=25713
➤ চিলমারীতে ট্রেন দাঁড় করিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন, ভোগান্তিতে যাত্রীরা
চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন এক ঘণ্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী। তবে দাবী আদায় না হলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেয়ার কথাও জানিয়েছে স্থানীয়রা।
https://www.ulipur.com/?p=25710