।। উপজেলা প্রতিনিধি ।।
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা। তিনি তার সেই স্বপ্নপূরণ করে যেতে পারেননি। কিন্তু তার কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চর এলাকায় রয়েছে বিশাল জনপদ, রয়েছে হাজার হাজার একর জমি। তাই প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে সকল জমি চাষের জন্য উপযুক্ত করে তুলে চরের মানুষের জীবনমান উন্নয়ন করা। প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরে আজ হাজারো মানুষ সুখের স্বপ্ন বুনছে।
‘প্রযুক্তি ও সমবায়কে বাদ দিয়ে টেকসই কৃষি উৎপাদন সম্ভব নয়। তাই সমবায় ব্যবস্থার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে হবে।’ শনিবার (২৯ জুলাই) চিলমারীর নয়ারহাট চরে (মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস) হাট উদ্বোধন ও ২য় পর্যায় শীর্ষক প্রকল্প মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তারা দেশ ও জাতির শত্রু। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
পল্লী উন্নয়ন একাডেমী’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খুরশীদ ইশবাল রেজভী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন (এমপি), কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও এমফোরসি সদস্য ও ব্যবসায়ী মাহফুজুর রহমান প্রমুখ। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রচার্য্য এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি চরের হাট উদ্বোধন করেন।
বজরা দিয়ারখাতা চরের হাটের পাশ্ববর্তী বাসিন্দা শহিদ আলী জানান, তিনি হাট স্থাপনের জন্য এক একর জমি দিয়েছেন। পাশে স্কুল হলে সেই জমিও দান করবেন। স্থানীয় বাসিন্দা রানু মিয়া জানান, বজরা দিয়ারখাতা ও আশেপাশের আরো ৫টি চরের কয়েক হাজার বাসিন্দা নৌকাযোগে চিলমারী গিয়ে হাট বাজার করেন। এসে সময় ও অর্থ নষ্ট হয়। নতুন হাটটি শনিবার ও মঙ্গলবার বসবে। এতে মাছ , মাংস, সবজি, ফল, রাসায়ানিক সার ও ওষুধসহ সব ধরণের পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে।
সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) নামে প্রকল্পটি দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের চরাঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। এতে ১ লাখ ২৪ হাজার পরিবার উপকৃত প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে, চরগুলোতে জাতীয় পর্যায়ের বেসরকারি কৃষি ব্যবসা নেটওয়ার্কের সম্প্রসারণের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদনশীলতা ও গুণসম মান বৃদ্ধি করা। যাতে চরের পরিবারগুলোর আয় বৃদ্ধি ঘটে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।