।। টেক ডেস্ক ।।
সাংবাদিকদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা অভিনব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ টুল আনার ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। নিউজ আর্টিকেল লিখতে ও গবেষণা সহায়ক হবে বিশেষ টুলটি। গুগলের অভ্যন্তরীণ উপস্থাপনায় নতুন এআই প্রযুক্তিকে ‘জেনেসিস’ নামে অভিহিত করা হচ্ছে।
গুগলের মুখপাত্র জেন ক্রাইডার এক বিবৃতিতে বলেন, এআই টুলটি বহুলাংশে সংবাদ প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে। সংবাদের বিষয়বস্তু, পাঠকশ্রেণি নির্ধারণ ও প্রকাশনা নীতির ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরিতে ভিন্নতা আনতে পারবে। সুবিশাল তথ্যকে খুবই দ্রুততম সময়ের মধ্যে যাচাইয়ে পারদর্শী হবে টুলটি। ভাষা ও ব্যাকরণগত ভুল সংশোধনে দক্ষতার পরিচয় দেবে জেনেসিস। বহু ভাষা নিয়ে দ্রুত কাজ করার সক্ষমতাও থাকবে তার। তবে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি বা সত্যতা যাচাইয়ের মতো কাজে সাংবাদিকদের প্রতিস্থাপন করতে জেনেসিস ব্যবহৃত হবে না। আর তা সম্ভবও নয় বলে সাফ জানিয়ে দেয় গুগল কর্তৃপক্ষ। নতুন এই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে গুগলের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন এই মুখপাত্র।
তবে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সংবাদমাধ্যমের যে কর্মকর্তারা গুগলের ওই নতুন প্রযুক্তি নিয়ে ধারণা পেয়েছেন, তারা বলছেন, এটা ‘বিচলিত হওয়ার মতই’। গুগলের অভ্যন্তরীণ উপস্থাপনায় নতুন ওই এআই প্রযুক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘জেনেসিস’ নামে।
নিউজ কর্পোরেশনের এক মুখপাত্রকে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন “গুগলের সঙ্গে আমাদের সম্পর্ক দুর্দান্ত। আর সাংবাদিকতার প্রতি সুন্দার পিচাইয়ের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই।”
এসোসিয়েটেড প্রেস ওপেনএআই মালিকানাধীন চ্যাটজিপিটির সঙ্গে অংশীদারত্বের চুক্তি করবে– এমন ঘোষণার কয়েক দিনের মধ্যে এই নতুন খবর সামনে এল, সংবাদ শিল্পে একই রকম আরও নতুন চুক্তির সূচনা করতে পারে বলে মন্তব্য করেছে রয়টার্স।
এরই মধ্যে কিছু ইন্ডাস্ট্রি জেনারেটিভ এআই টুল সফলভাবে ব্যবহার করছে। তবে এআই সৃষ্ট কনটেন্টে ভুল তথ্যও তৈরি হচ্ছে, যা সংশোধনে মানুষকেই কাজ করতে হচ্ছে। আর এ ধরনের ভুলের কারণেও সংবাদ প্রকাশনাশিল্প এখনও এমন প্রযুক্তি পুরোপুরি ব্যবহারে সতর্কতার সঙ্গে এগোচ্ছে। সারাবিশ্বে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বহুমুখী সংকট চলছে। কারণ প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন কমছে আশঙ্কাজনক হারে। কঠিন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের ব্যয় কমাতে একমাত্র সিদ্ধান্ত কর্মী ছাঁটাই। ফলে চাকরি খোয়াচ্ছেন শত শত সাংবাদিক। ২০২৩ সালের প্রথম পাঁচ মাসেই যুক্তরাষ্ট্রের বার্তাকক্ষ থেকে ১৭ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মিডিয়া হাউসেও কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। ঠিক এমন সময়ে এআই প্রযুক্তির গুগল টুল উদ্ভাবনের খবরে শঙ্কিত সারা দুনিয়ার মিডিয়া জগৎ।