|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুলাই ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভুরুঙ্গামারীতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
ভুরুঙ্গামারীতে নৈশকোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-সোনাহাট সড়কের আন্ধারীর ঝাড় ও রায়গঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহিন (২৫), সুমন (২৮) ও সাগর (২২)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে।
➤ উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নে অরণ্য এর উদ্যোগে গাছের চারা বিতরণ
বক্তারা বলেন, বতমান বৈশ্বিক জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন রোধে আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো, এরই ধারাবাহিকতায় অরণ্য সংগঠনটি কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করে আসছে। শুধু গাছের চারা রোপন করাই অরণ্যের একমাত্র লক্ষ্য নয়, রোপণকৃত গাছের চারাটি যেন বেড়ে উঠতে পারে তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
https://www.ulipur.com/?p=25686
➤ ভূরুঙ্গামারী সীমান্তে আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিল বিজিবি
থানা পুলিশ এবং বিজিবি সূত্রে জানা যায়, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়নের সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দর সংলগ্ন বিএসসি মোড় এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। এসময় স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে আটক করেন । এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে হাজির হন।
https://www.ulipur.com/?p=25694