।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন এর সাদীর গ্রামে ১০০ টি পরিবারের মাঝে ১ টি আম গাছ ও ১ নিম গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে ১০০ টি পরিবারের মাঝে ২টি করে মোট ২০০ টি গাছের চারা বিতরণ করা হয়।
অরণ্যের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন মাহামুদুল হাসান শাহীন এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ও মোঃ মহসিন আলি দুলাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন একরামুল হক, অরণ্যের উপদেষ্টা নুর আমিনসহ অরণ্যের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বতমান বৈশ্বিক জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন রোধে আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো, এরই ধারাবাহিকতায় অরণ্য সংগঠনটি কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করে আসছে। শুধু গাছের চারা রোপন করাই অরণ্যের একমাত্র লক্ষ্য নয়, রোপণকৃত গাছের চারাটি যেন বেড়ে উঠতে পারে তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।