|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভুরুঙ্গামারীতে জেলা পুলিশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
‘সবুজ করি কুড়িগ্রাম’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ভুরুঙ্গামারীতে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
➤ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
শহীদ জিয়া বাজারের মাংস ব্যবসায়ী ইমন আলী বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রায় ১৫ দিন থেকে রাস্তার পাশে ঘুমায়। অনেক সময় রাস্তার মাঝে বসে থাকতো। নিজের নাম ঠিকানা কোন কিছুই বলতে পারতেন না তিনি। ট্রাক লেবারদের কাছে শুনেছি ভোর বেলা একটি বেপরোয়া মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
https://www.ulipur.com/?p=25663
➤ কুড়িগ্রামে সহকারী শিক্ষিকার বাড়িতে ব্যবহার হচ্ছে বিদ্যালয়ের বিদ্যুৎ
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৫ জন শিক্ষক থাকলেও রওশন আরা বেগম ছাড়া বাকী শিক্ষকরা বাস করেন জেলা শহরে।
https://www.ulipur.com/?p=25674
➤ ভরা বর্ষাতেও পানি না থাকায় পাট নিয়ে বিপাকে উলিপুরের চাষিরা
এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের ১২দিন পেরিয়ে গেলেও উপজেলায় পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। আষাঢ় ও শ্রাবণ মাসে অধিকাংশ খাল-বিল পানিতে টইটম্বুর থাকার কথা থাকলেও এখন শুকনো। কোনো কোনো খাল-বিল, জলাশয়ে সামান্য পানি থাকলেও পাট পঁচানোর জন্য তা যথেষ্ট নয়। অচিরেই ভারী বৃষ্টি না হলে সোনালি আঁশ পাট চাষিদের গলার ফাঁস হয়ে উঠবে বলে মনে করছেন পাট চাষিরা।
https://www.ulipur.com/?p=25678