|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ২৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক, এক মাস পর মৃত্যু
গত ২৭ জুন দলদলিয়া বাকরেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আজিজ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (২৬ জুলাই) সকাল ৯ টায় নামাজে জানাজা শেষে তাকে গোড়াই পিয়ার কবর স্থানে দাফন করা হয়েছে।
➤ রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আব্দুল হাই, দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়। কোন রকমে হাঁটা চলা করতে পারে। তার একাকিত্ব জীবনে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। সকালে আনুমানিক ১০টার দিকে বাড়ির সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
https://www.ulipur.com/?p=25644
➤ কুড়িগ্রামে নাতনির মৃত্যু শোকে মারা গেলেন দাদিও
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ঘটনাটি ঘটে ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পানিতে ডুবে মিনা খাতুন (৯) এর মৃত্যু হয়। নাতনির মৃত্যু শোক সইতে না পেরে ওই দিন রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও।
https://www.ulipur.com/?p=25639
➤ চিলমারীতে বেড়েই চলছে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা
চিলমারীতে লাম্পি স্কিন রোগের থাবায় দিশেহারা গরু খামারিরা, প্রতিনিয়ত বেড়েই চলছে এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা। এই রোগে আক্রান্ত গরুর মৃত্যুও হচ্ছে বলে জানা গেছে। রোগাক্রান্ত গরু নিয়ে বিপাকে পড়ছে মালিকেরা। সূত্রমতে, চিলমারীতে লাম্পি স্কিন (এলএজডি) রোগে আক্রান্ত হয়েছে প্রায় তিন শতাধিক গরু।
https://www.ulipur.com/?p=25636
➤ মাতৃভাষা ছাড়া শিক্ষার ভিত নির্মাণ করা যায় না: কুড়িগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রী
সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশুদের মাতৃভাষায় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছে। বুধবার (২৬ জুলাই) সকালে কুড়িগ্রাম পিটিআই মিলনায়তনে ইউএসএইডের প্রকল্প ‘এসো শিখি’র জেলা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন তিনি।
https://www.ulipur.com/?p=25650
➤ ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম জানান, এ পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আমরা উভয়পক্ষ সম্মত হয়েছি।
https://www.ulipur.com/?p=25646
➤ উলিপুরে অনাবৃষ্টিতে আমন চাষে বিপাকে কৃষক
পৌর শহরের নারিকেল বাড়ি পূর্বছড়ার পাড় এলাকার কৃষক এরশাদুল হাবিব জানান, প্রতিবার এমন সময় বৃষ্টির পানিতে ৬ একর জমিতে আমন ধানের চারা রোপন করি। এ বছর বৃষ্টি না হওয়ায় এখনো জমিতে চারা লাগাতে পারিনি।
https://www.ulipur.com/?p=25654