।। নিউজ ডেস্ক ।।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রাম সদর ও রাজারহাটে পৃথকভাবে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) র্যালি, আলোচনা সভা ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে কুড়িগ্রাম সদরে র্যালি, আলোচনা সভা ও কুড়িগ্রাম কালেক্টরেট পুকুরে ৪০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রান্তিক মৎস্য চাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদার্শন, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, মৎস্য সংশ্লিষ্ট সুফলভোগীদের মাঝে রেনু/পোনা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ৪ জন মৎস্যজীবীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
অন্যদিকে রাজারহাটে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারি ভুমি কমিশনার এস.এম.আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার শাহআলম, পল্লী উন্নয়ন অফিসার উজ্বল কুমার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট থানার এ এস আই মোঃ আব্দুস ছালাম, মৎস চাষী মোঃ কবির উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল জলিল, মোঃ ইসাহাক আলী মন্ডল ও মৎস্যজীবী ইউপি সদস্য শহিদ প্রমুখ।
মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিন মৎস্যজীবীকে সন্মাননা প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় এবং ৪ মৎস্যজীবীকে মৎস্য চাষের উপকরণ সামগ্রী প্রদান করা হয়।