।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে তালা ভেঙে বাড়িতে চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উলিপুরের সরদার পাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র মোঃ ফুলবাবু (৩৫), নুর মোহাম্মদের পুত্র মোঃ মিজানুর রহমান ওরফে রনি (৩০) ও পূর্ব বাজার খাওনার দরগা গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ বিপ্লব মিয়া (২৬)।
মামলা সুত্রে জানা গেছে, উলিপুর পূর্ব বাজারে নাসরীন ইসলাম ও তার দেবর তানভিরুল ইসলামের বাড়ি পাশাপাশি একই বাউন্ডারীর ভিতরে। তানভিরুল ইসলাম দিনাজপুর কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকায় স্ব-পরিবারে দিনাজপুরে বসবাস করেন। বাড়িটি দেখাশুনা করেন ভাবী নাসরীন। গত ২২ জুলাই রাত সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় বাড়িটি বাহির থেকে দেখে নিজ বসতবাড়িতে ঘুমাতে যায় নাসরীন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বসতবাড়ির মেইন গেইটের দরজা খোলা, দক্ষিণ ও উত্তর দুয়ারী বসতঘরের তালা ভাঙ্গা এবং দরজা খোলা দেখে ডাক-চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
মামলার বাদী নাসরীন ইসলাম বলেন, আলমারীর ড্রয়ারের তালা ভাঙ্গা, বিছানার তোষক উল্টানো ও সোকেসের জিনিসপত্র সব মেঝেতে ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। ড্রয়ারে থাকা ৫ টি স্বর্ণের আংটি, নগদ ১৫ হাজার টাকা, জামদানি শাড়ী কাপড় ৬টি, এলইডি টিভি ১টি ও বসতবাড়ীর বারান্দায় রাখা ২ বস্তা সুপারির নিয়ে যায়।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনার সাথে জড়িত তিন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/জুলাই/২৫/২৩