|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বিদ্যালয়ে ৭০হাজার স্বাস্থ্যসম্মত ন্যাপকিন ও শিক্ষা ব্যবহার সামগ্রী বিতরণ
সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ৭০হাজার পিস স্যানিটারি ন্যাপকিন, প্রতিষ্ঠানের পাঠাগারের উন্নয়নের জন্য ১২টি বুক সেলফ এবং শ্রেণিকক্ষে ব্যবহারে অর্ধশতাধিক বেঞ্চ প্রদান করা হয়।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে আটক ১৯
জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (ফুলবাড়ী-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ১১ জন (কুড়িগ্রাম সদর-০১, রাজিবপুর-০২, ভূরুঙ্গামারী-০২, রৌমারী-০৫, কচাকাটা-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (নাগেশ্বরী), নিয়মিত মামলায় গ্রেফতার ০২ জন (উলিপুর), পূর্বের মামলায় ০১ জন (ভূরুঙ্গামারী) ১৫১ ধারায় ০২ জন (উলিপুর-০১, চিলমারী-০১), সহ মোট ১৯ জন আসামী গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=25540
➤ কুড়িগ্রামে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
কুড়িগ্রাম সদরে অবস্থিত জেনারেল হাসপাতাল ছাড়াও বাকি ৮ উপজেলায় রয়েছে ৮ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সে হাসপাতালগুলোতে জ্বরসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী ভর্তি হলেও এখন পর্যন্ত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, উলিপুরে ৩ জন, চিলমারীতে ১ জন, রাজিবপুরে ৩ জন, রৌমারীতে ৬ জন, ফুলবাড়ীতে ২ জন ও ভূরুঙ্গামারীতে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত নাগেশ্বরী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায় নি।
https://www.ulipur.com/?p=25543
➤ উলিপুরে তিস্তার পানি কমলেও আকস্মিক ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ
আবিলা বেওয়া আর্তনাদ করে কেঁদে কেঁদে জানান, ‘আমার ইতি কলিজা হুসকি যায়, মায়ের জাহানে কি মানে চোখের সামনে ছেলের কবর ভাঙি যায় নদীতে। কাইল আইতত বসি আছি তারে মধ্যে স্বামী, দেওর ও ভাইজতার কবর গুলা ভাঙি গেল বাবারে। ছেলের কবরখেন দেখিয়ে জীবনটা পাড় করবের চাছনু বা। কিন্তু নদী সেটাও করবের দিলে না।
https://www.ulipur.com/?p=25550
➤ উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত লেবু শর্মা প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী ঠুটাপাইকর বাজারের দোকান থেকে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। এরপর স্ত্রীকে ঘুমে রেখে কোন এক সময় রুম থেকে বাহির হয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন তিনি।
https://www.ulipur.com/?p=25557
➤ উলিপুরে কয়েলের আগুনে পুড়লো গোয়াল ঘর ও গরু
আবুল কাশেম তার গরু গুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মত সন্ধ্যায় গোয়াল ঘরে মশার কয়েল দেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত ১০ টার দিকে হঠাৎ গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যদের আত্মচিৎকা শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
https://www.ulipur.com/?p=25561
➤ কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ
সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে। তাই সকলকে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিংসহ মসজিদগুলোতে জুম্মার নামাযে খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আতংকিত হওয়ার কোন কারণ নেই।
https://www.ulipur.com/?p=25565
➤ ২ বছর সাজার ভয়ে ৫ বছর ধরে রৌমারীর পলাতক আসামী গ্রেফতার
রৌমারী থানার ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২০২২ সালের অপর একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী রোকনুদ্দৌলাকে দীর্ঘ ৫ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
https://www.ulipur.com/?p=25569