।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গু রোগ বিস্তার ও প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ- মুর্শেদ এর নেতৃত্বে শহরের হাসপাতাল মোড়, ফায়ার সার্ভিস মার্কেট, আদর্শ পৌর বাজার ও হাসপাতাল রোডে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আ.ন.ম গোলাম মুহাইমেন (রাসেল), সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মোস্তাফিজার রহমান, জেলা সেনিটারি পরিদর্শক মোঃ ফরিদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হান্নান ও এন্টোটেকনিশিয়ান আব্দুর রহমান প্রমুখ।
সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে। তাই সকলকে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিংসহ মসজিদগুলোতে জুম্মার নামাযে খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আতংকিত হওয়ার কোন কারণ নেই। এছাড়া সর্বসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।