|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ২২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ব্রহ্মপুত্র নদে পড়ে বৃদ্ধ নিখোঁজ
উলিপুরে ব্রহ্মপুত্র নদে পড়ে কপুর উদ্দিন (৬৬) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে অনন্তপুরবাজার মাঝিপাড়া ঘাটে। শুক্রবার (২১ জুলাই) ভোরে বাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। শনিবার (২২ জুলাই) বিকেল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি।
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ ডেঙ্গু রোগী
২৪ ঘণ্টায় হাসপাতালোতে ডেঙ্গু জ্বরের নমূনা পরীক্ষা করা হয় ২৫জনের। এরমধ্যে শনাক্ত হয় ৩জন। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯জনে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কেউ মৃত্যুবরণ করে নি।
➤ চিলমারীতে হামলা, মামলার প্রতিবাদে জোদ্দার পরিবারের সংবাদ সম্মেলন
চিলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ার পর তার ছোট ভাই ইউপি সদস্য মোঃ আঙ্গুর মিয়াসহ কতিপয় ভূমিদস্যু লোকজনকে নিয়ে জমি দখলের মহাৎসবে মেতে উঠেছেন। তারই অংশ হিসেবে গত ২০ জুলাই বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে জোদ্দার পরিবারের উপর হামলা চালায়।
➤ উলিপুরে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, বিপাকে খামারিরা
উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ মাসের ব্যবধানে ৩ শতাধিক গরুর মত্যু, আক্রান্ত হয়েছে কয়েক হাজার। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে ১০ দিনের ব্যবধানে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি সন্ন্যাসীতলা গ্রামের মধুসদনের একটি ৩ মাসের ভর্তি গাভী, রত্নেশ্বর একটি ষাঁড়, দুলাল চন্দ্রের একটি বকনা গরু, রাজারাম ক্ষেত্রী গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুস ছালাম, গোবিন্দ, মহেশের একটি করে ষাঁড় ও জয়দেবের একটি গাভী মারা গেছে।
https://www.ulipur.com/?p=25515
➤ চিলমারীতে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মৌজার ১নং খতিয়ানের ১৩১২ দাগের ৮০ শতাংস জমির প্রকৃত মালিক বাবু শেখ ওরফে বাবর আলী। ঘটনাক্রমে তা খাস খতিয়ান ১নং খতিয়ানে গেলে বিধি মোতাবেক উক্ত জমি বাবু শেখ ও তার স্ত্রী কুলুকজান এর নামে বন্দোবস্ত নেন।
https://www.ulipur.com/?p=25521
➤ উলিপুরে অপহরণের আট মাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ
গত বছরের ১৮ নভেম্বর দূর্গাপুর ইউনিয়নে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করেন সাগর মিয়া নামের এক যুবক। পরে ২০২২ সালের ২০ নভেম্বর উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত যুবক দূর্গাপুর ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের দুলু মিয়ার পুত্র।
https://www.ulipur.com/?p=25532
➤ কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
প্রধান অতিথি বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অপরিসীম বিবেচনায় মেলায় শিক্ষার্থী এবং জনগনকে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
https://www.ulipur.com/?p=25524