।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজেই ব্যবহার হচ্ছে স্মার্টফোন। প্রতিদিন ব্যবহার করার ফলে একটা সময় গিয়ে দেখা যায় স্মার্টফোন হঠাৎ করে স্লো কাজ করছে। এর জন্য অন্যতম কারণ হতে পারে ভাইরাসের আক্রমণ অথবা ফোন পুরোনো হয়ে যাওয়া। কিন্তু এজন্যই যে ফোন বদলাতে হবে তা কিন্তু নয়। এক্ষেত্রে ফোনের কিছু সেটিংস ঠিক করে নিলে বাড়বে আপনার স্মার্টফোনের গতি।
চলুন তাহলে জেনে নেওয়া যাক স্মার্টফোনের গতি বাড়ানোর উপায়ঃ-
➤ প্রথমেই স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে।
➤ এরপর সেটিংসের শেষের দিকে ‘ডেভেলপার’ অপশন এ্যানাবল করতে হবে। সাধারণ অবস্থাতে এ অপশন দেখা যায় না। অপশনটি খুঁজে পেতে অ্যাবাউট ডিভাইস সিলেক্ট করে ‘বিল্ড নম্বর’ অপশনে পরপর সাতবার ট্যাপ করতে হবে।
➤ তারপর ফোনের ডিসপ্লেতে ‘ডেভেলপার মোড’ চালু হয়েছে লেখাটি দেখা যাবে। ফলে ফোনের সেটিংস বা অ্যাডিশনাল সেটিংস অপশনে ‘ডেভেলপার অপশন’ দৃশ্যমান হবে।
➤ এবারে ডেভেলপার অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে ‘উইন্ডো অ্যানিমেশন স্কেল ১এক্স’ অপশন এলে তা অফ করে দিতে হবে।
➤ নিচের আরও দুটি অপশন যথাক্রমে ‘ট্র্যানজিশন অ্যানিমেশন স্কেল’ এবং ‘অ্যানিমেটর ডিউরেশন স্কেল’ দেখা যাবে। দুটি অপশনই বন্ধ করতে হবে।