|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুলাই ২১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই বোনের মৃত্যু
ফুলবাড়ী উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, তোফায়েল হোসেন (১১) ও সিমা খাতুন (৪)। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামের ছকিমুদ্দির সন্তান তারা।
➤ কুড়িগ্রামে সহমর্মীতা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর ও খেয়ার আলগার চরের তিন শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সহমর্মীতা ফাউন্ডেশন। শুকনো খাবারের মধ্যে ছিল আম, চিড়া, মুড়ি ও গুড়ের প্যাকেট।
➤ ফুলবাড়ীতে তিন দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন
“আসুন সবাই গীতা পড়ি, গীতার আদর্শে জীবন গড়ি” শ্লোগানে ফুলবাড়ীতে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল এগারোটায় উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
➤ নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না, কুড়িগ্রামে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে তা প্রতিহত করবে।
https://www.ulipur.com/?p=25487
➤ চিলমারীতে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
চিলমারীতে সদর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছে। দখলের চেষ্টা সাথে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শুক্রবার (২১ জুলাই) বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন নুর নবী। উপজেলা ভূমি সার্ভেয়ার ও ইউনিয়ন তহসিলদারের সামনে হামলাকে কেন্দ্র করে চলছে নানা গুঞ্জন।
https://www.ulipur.com/?p=25494