।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে সদর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছে। দখলের চেষ্টা সাথে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শুক্রবার (২১ জুলাই) বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন নুর নবী। উপজেলা ভূমি সার্ভেয়ার ও ইউনিয়ন তহসিলদারের সামনে হামলাকে কেন্দ্র করে চলছে নানা গুঞ্জন।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ ও অভিযোগ সূত্রে জানা যায়, চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার মোঃ নুর নবী গং ব্রহ্মপুত্রের তীরে জেগে উঠা ১নং খতিয়ানের বিভিন্ন দাগের ৪১ একর জমি ২০১২ সালে বন্দবস্ত নিয়ে ভোগ দখল করে আসছে। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘদিন থেকে জমির সীমানা নির্ধারণ করে দেয়া হয়নি বলেও জানান ভুক্তভুগিরা।অবশেষে বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলা ভূমি সার্ভেয়ার ও ইউনিয়ন তহসিলদার জমি মাপার জন্য আসলে এলাকার মধু মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুর নবী গং এর উপর হামলা চালায়। এতে প্রায় ৮জন আহত হয়। হামলার শিকার আব্দুল হামিদ, আমিনুল ইসলাম ও জহুরুলহককে চিলমারী হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
নুরনবী বলেন, আমরা সরকারী সকল নিয়ম মেনে জমি বন্দবস্ত নিয়ে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসতেছি, বিভিন্ন দাগের ৪১ একর জমি বৃহস্পতিবার উপজেলা ভূমি সার্ভেয়ার ও ইউনিয়ন তহসিলদার সীমানা নির্ধারণ করতে আসলে মধুমিয়া গংদের ডেকে নেন অফিসের লোকজন কিন্তু হঠাতেই তাদের সামনে মধু মিয়াসহ তার লোকজন আমাদের উপর হামলা চালায়। হামলার পর থেকে উক্ত জমি অবৈধ ভাবে দখলের চেষ্টাসহ আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তারা। তাই আমরা এর বিচার চাই।
ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে নুর নবীরা জমি গুলো ভোগ দখল করে আসছে, ঘটনার দিন জমি মাপার জন্য সার্ভেয়ার ও তহসিলদার আসলে তাদের সামনে হামলার ঘটনা ঘটে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুলাই/২১/২৩