|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে প্রতি ঘণ্টায় লোডশেডিং, অতিষ্ট গ্রাহকরা
গরম বাড়ার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। গত চারদিন ধরে দিন ও রাতে প্রতিঘণ্টার লোডশেডিংয়ে পড়ে অতিষ্ট হয়ে উঠেছেন গ্রাহকরা। বাণিজ্যিক উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি গরমে কষ্ট পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন।
➤ চিলমারীতে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা
চিলমারীতে চাকচিক্যময় ও মনোরম পরিবেশে স্কুল ভবন হলেও রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা ভেলায় স্কুলে যেতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। দ্বিতল ভবনটিতে যাতায়াতের রাস্তা না থাকায় সারা বছর নানা ভোগান্তিতে থাকলেও বর্ষাকালে যাতায়াতের একমাত্র ভরসা কলা গাছের ভেলা কিংবা ছোট ডিঙ্গি নৌকা। এসব ভোগান্তির কারণে বেশিরভাগ শিক্ষার্থীই থাকে অনুপস্থিত।
https://www.ulipur.com/?p=25471
➤ উলিপুরে রাতের আঁধারে সরকারি খাদ্য গুদামের তদন্ত সম্পন্ন
উলিপুর সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে উলিপুর ডট কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে খাদ্য বিভাগ, নির্দেশ দেয়া হয় তদন্তের। তবে দায়সারাভাবে তদন্ত করার অভিযোগ উঠেছে খোদ তদন্তকারী কর্মকর্তা বিরুদ্ধে।
https://www.ulipur.com/?p=25478