|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে এক সন্তানের জননী
ওই গ্রামের অজয় রায় (বিদেশী)’র অনার্স পড়ুয়া ছেলে বিকাশ চন্দ্রের (২৮) সাথে প্রতিবেশী সুবোধ চন্দ্রের স্ত্রী এক সন্তানের জননী চন্দনা রাণীর সাত বছর ধরে পরকীয়া প্রেম চলছিল। প্রেমের এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে বিকাশ চন্দ্র স্বামীর অনুপস্থিতিতে চন্দনার ঘরে যায়। সেখানে আপত্তিকর অবস্থায় পরিবারের লোকজন তাকে আটক করে। এক পর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে বিকাশ।
➤ কুড়িগ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার বিশেষ আয়োজন
হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার সাথে অন্য খেলার নিয়মিত আয়োজন করে বিনোদনপ্রেমী মানুষজনকে নির্মল আনন্দ দিচ্ছে “খেলার মেলা কুড়িগ্রাম” ফেসবুক পেইজ নামের একটি গ্রুপ। কুড়িগ্রাম সদর উপজেলায় এই খেলার দেখে নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে হাসি ফুটেছে।
https://www.ulipur.com/?p=25441
➤ কুড়িগ্রামে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগান নিয়ে কুড়িগ্রামে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
https://www.ulipur.com/?p=25436