।। নিউজ ডেস্ক ।।
হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার সাথে অন্য খেলার নিয়মিত আয়োজন করে বিনোদনপ্রেমী মানুষজনকে নির্মল আনন্দ দিচ্ছে “খেলার মেলা কুড়িগ্রাম” ফেসবুক পেইজ নামের একটি গ্রুপ। কুড়িগ্রাম সদর উপজেলায় এই খেলার দেখে নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার গ্রামের বটতলা এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিনোদনপ্রেমী মানুষজন। শিশু কিশোর থেকে সব বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষজনকে গ্রামীণ খেলাধূলার সাথে বিনোদন দেওয়ার জন্য মূলত এ আয়োজন। খেলাগুলোর মধ্যে ছিল, মোরগ লড়াই, তৈলাক্ত কলাগাছের সেতু পাড়ি দেওয়া, কচ্ছপ দৌড়, হাঁড়িভাঙ্গা, বিস্কুট দৌড়, কলাগাছে উঠা, টিনের উপর বল দিয়ে ভাগ্য পরীক্ষাসহ আরও অনেক খেলা। এসব খেলার পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ছাগল, মোবাইল ফোন, চেয়ার ও বালতি।
আয়োজকরা জানান, কিছুদিন পর পর এ ধরণের নিত্যনতুন খেলার আয়োজন করে যাচ্ছে “খেলার মেলা কুড়িগ্রাম” ফেসবুক পেইজ। পেইজটির দায়িত্বে রয়েছেন ওই এলাকার মোঃ হাসান রানা, মোঃ মহসিন মিয়া, মোঃ আব্দুল আউয়াল ও মোঃ সফিকুল ইসলাম।
দর্শক মকবুল হোসেন বলেন, “গ্রামীণ এসব খেলা দেখে খুবই ভালো লাগলো। হাসতে হাসতে পেট ব্যাথা হবার উপক্রম হয়। সব বয়সী মানুষের নির্মল আনন্দ দেওয়ার এ প্রচেষ্টা করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।”
খেলা দেখতে আসা ষাটোর্ধ সরলা দেবী বলেন, “আমরা ছোট বেলায় যেমন হাসি আনন্দ পেয়েছি গ্রামীণ খেলাধুলার মাধ্যমে তেমনই আজকের খেলা দেখে খুশি হলাম। নিয়মিত এসব খেলার আয়োজন থাকলে ভালো হতো।”
পেইজের এ্যাডমিন মোঃ হাসান রানা বলেন, “খেলার মেলা কুড়িগ্রাম” ফেসবুক পেইজটির মাধ্যমে নিত্য নতুন খেলাধুলার দিয়ে গ্রামের মানুষদের বিনোদন দিচ্ছি আমরা। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এজন্য সবার সহযোগিতা চাই।”