।। টেক ডেস্ক ।।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক। দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে তত বিড়ম্বনাও তৈরি হচ্ছে। বিভিন্নভাবে সাইবার হামলাকারীরা চালাচ্ছে তাণ্ডব। হাতিয়ে নিচ্ছে অনেকের ব্যক্তিগত তথ্য। ফলে ব্যবহারকারীরা হচ্ছেন হেনেস্তার শিকার। এ জন্য অনেকেই চিন্তায় থাকেন এর সুরক্ষা নিয়ে।
চলুন জেনে নেওয়াযাক ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়ঃ-
সন্দেহজনক লিংক
ফেসবুকে লগিনের ক্ষেত্রে ওয়েবসাইটের URL দেখে নিন। কেননা স্ক্যামাররা ফেসবুকের মত দেখতে ওয়েবসাইট তৈরি করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে বলতে পারে। কোন সন্দেহ থাকে আপনার ব্রাউজারে facebook.com লিখে প্রবেশ করুন নতুন করে। এছাড়াও আপনার পরিচিত কারোর কাছ থেকে কোন লিঙ্ক আসলেও সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত সিকিউরিটি অপশন ব্যবহার করুন
অন্যের ডিভাইস ব্যবহার
আপনি যখন অন্যের কম্পিউটার বা মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করবেন, তখন ব্যবহার শেষে অবশ্যই লগ আউট করবেন। আপনি যদি লগ আউট করতে ভুলে যান, তাহলে আপনি অন্য ডিভাইস থেকেও লগ আউট করে ফেলতে পারেন।
➤ প্রথমে ফেবসুকের Settings Privacy অপশনে যান। তারপর Security and Login অপশনে ক্লিক করুন।
➤ এরপর নিচে আপনার লগইন করা সকল ডিভাইসের তালিকা আপনি দেখতে পাবেন। অপরিচিত সকল ডিভাইস সরিসে ফেলুন।
ক্ষতিকারক সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলুন
➤আপনার ব্রাউজার সর্বদা আপ টু ডেট রাখুন। অপরিচিত Addon (Extension) মুছে ফেলুন।
➤নতুন কোন সফটওয়্যার ইন্সটলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
পাসওয়ার্ড গোপনীয়তা ও সুরক্ষা
➤ ফেসবুকে ব্যবহার করা পাসওয়ার্ডটি অনলাইনের অন্য কোথায় ব্যবহার করবেন না।
➤ কখনও কার সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না।
➤ পাসওয়ার্ড সেট করার সময় খেয়ারল রাখবেন, নিজের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার বা সাধারণ শব্দ ব্যবহার করবেন না।
➤ পাসওয়ার্ড শক্তিশালি করার জন্য কিছু অক্ষর, কিছু সিম্বল, কিছু নাম্বার সম্মিলিতভাবে লিখুন। যেমনঃ (@#$#%abcd1234@#&)
টু স্টেপ ফেরিফিকেশন
কোন অচেনা বা নতুন ডিভাইসে লগইনে এসএমএস, ইমেইল বা এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন সুবিধা চালু করে রাখুন।
দুই-ধাপ বিশিষ্ট ভেরিফিকেশন (Two-step verification) চালু করে রাখুন।
➤ Settings Privacy অপশনের Settings and Login ট্যাবে ক্লিক করুন।
➤ এরপর স্ক্রল করলে দুই-ধাপ বিশিষ্ট ভেরিফিকেশনের অপশন দেখতে পাবেন।
➤ এবার Use two-factor authentication এডিট অপশনে গিয়ে এটিকে অন করে দিন মোবাইল নম্বর অথবা Authenticator App অথবা Secutiry Key ডিভাইস এর যেকোন একটি যুক্ত করুন।
➤ যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে একটি OTP যাবে ব্যবহৃত নম্বরে, সেটি বসিয়ে Use two-factor authentication অন করুন।