|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ১৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে মাদ্রাসার উন্নয়নে নগদ অর্থ প্রদান
উলিপুরে মাদ্রাসার উন্নয়নে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি গুনাইগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে নাগড়াকুড়া এলাকায় ফয়জুল করীম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ফ্লোর পাকা করণের জন্য নগদ ৪ হাজার টাকা প্রদান করা হয়।
➤ চিলমারীতে ত্রাণ নিয়ে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক
চিলমারীতে শতাধিক বন্যার্তদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বন্যাকবলিত এলাকা নয়ারহাট ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
➤ চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১৫ হাজার মানুষ
পানি যেভাবে বাড়ছে বাহে কল্পনা করি নাই। রাতে খাইয়া দায়া ঘুমাইলাম আর সকালে উঠে দেখি ঘরত পানি। কাবধাপ (তারতারি) করে ঘরের জিনিসপত্র পাশের বাঁধের রাস্তায় তুলতেছি খুব বিপদে পরছি হঠাৎ করি পানি আসায় কথাগুলো বললেন চিলমারীর জোড়গাছ পুরাতন বাজার বাঁধ এলাকার নুরভানু, জোবেদাসহ বেশ কয়েকজন।
https://www.ulipur.com/?p=25396
➤ চিলমারীতে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত মরদেহ উদ্ধার
শুক্রবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে ওই এলাকার গাছ বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানা অফিসার ইনর্চাজ মো. মোস্তাফিজুর রহমান।
https://www.ulipur.com/?p=25394
➤ রৌমারীতে রাস্তার পাশে পড়ে থাকা নারীর মরদেহ উদ্ধার
রৌমারীতে একটি চাতালের সামনের সড়কের পাশ থেকে ভবঘুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) সকালে শৌলমারী ইউনিয়নের সবুজ পাড়া এলাকার একটি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=25390
➤ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল
জোড়গাছ পুরাতর বাজার, মাঝিপাড়া, বাসন্তিগ্রাম, পুটিমারী, রাজারভিটা, বজড়াদিয়ার খাতা, বড়ভিটাসহ বেশকিছু নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়েছে পড়েছে মানুষজন।
https://www.ulipur.com/?p=25386