।। উপজেলা প্রতিনিধি ।।
পানি যেভাবে বাড়ছে বাহে কল্পনা করি নাই। রাতে খাইয়া দায়া ঘুমাইলাম আর সকালে উঠে দেখি ঘরত পানি। কাবধাপ (তারতারি) করে ঘরের জিনিসপত্র পাশের বাঁধের রাস্তায় তুলতেছি খুব বিপদে পরছি হঠাৎ করি পানি আসায় কথাগুলো বললেন চিলমারীর জোড়গাছ পুরাতন বাজার বাঁধ এলাকার নুরভানু, জোবেদাসহ বেশ কয়েকজন।
জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা সেই সাথে উপজেলা প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষজন বাড়িঘর ছেড়ে উঁচু স্থান, বাঁধে আশ্রয় নেয়া শুরু করেছে। তাদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ইতি মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। তবে ভাঙনের শিকার পরিবারগুলো করছে মানবেতর জীবন যাপন।
সরেজমিন, উপজেলার জোড়গাছ বাঁধ, মাষ্টারপাড়া, টোনগ্রাম, হরিনেরবন গ্রাম, চরউদনা, সরকারপাড়া, মাছাবান্দা, থানাহাট ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার মানুষজনকে। এসময় জোড়গাছ বাঁধ এলাকার নুরভানু, জোবেদা, লালমিয়া বলেন, গতকাল (শুক্রবার ১৪ জুলাই রাতে) খাওয়া দাওয়া করি শুইলাম ভালো আর সকালে উঠে দেখি সারাবাড়ি পানি ঘরের ভিতর পানি, হঠাৎ এতো দ্রুত পানি উঠবে ভাবতে পারি নাই।
তারা আরো জানায়, পানি বৃদ্ধি থাকায় বাধ্য হয়ে ঘরের জিনিসপত্রসহ অবদা বাঁধের রাস্তায় ঠাঁই নিচ্ছি। শুধু নুরভানু, জোবেদা নয় জোড়গাছ পুরাতন বাজার থেকে রাজারভিটা পর্যন্ত অবদা বাঁধে আশ্রয় নেয়া শুরু করেছে পানিবন্দি পরিবারগুলো। সদ্য ঘরবাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নেয়া মানুষজন পড়েছে বিপাকে।
এদিকে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনে বাড়িঘর হারিয়ে দিশাহারা হয়ে পড়ছে মানুষজন। মানবেতর জীবন যাপন করছে ভাঙনের শিকার পরিবারগুলো।
থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ইউনিয়নের প্রায় ৪হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভাঙনের তান্ডব তীব্রতা রয়েছে স্বীকার করে চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ভাঙন কবলিত এলাকার মানুষ কষ্টে আছে। ইতি মধ্যে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
শনিবার (১৫ জুলাই) সকালে নয়ারহাট ইউনিয়নে ১নং ওয়ার্ডের বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
//নিউজ/চিলমারী//সোহেল/জুলাই/১৫/২৩