।। উপজেলা প্রতিনিধি ।।
আবারো বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। বিপদসীমা ছুঁই ছুঁই করছে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে। পানি বৃদ্ধি অব্যাহত থাকালে দু’একদিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ইতি মধ্যে নদীর তীরবর্তী মানুষজন পানিবন্দি হয়েছে পড়েছে। পানি বৃদ্ধির কারণে থেমে নেই ভাঙন। এছাড়াও থেমে থেমে বৃষ্টির কারণে বেশকিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
জানা গেছে, কমতে শুরু করেই আবারো টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তা চিলমারী পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানি বৃদ্ধি চলমান থাকলে দু’একদিনের মধ্যে তা বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি বৃদ্ধির সাথে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চল। একের পর এক এলাকা তলিয়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। প্লাবিত হওয়ায় হাজারো মানুষ ইতি মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিন উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জোড়গাছ পুরাতর বাজার, মাঝিপাড়া, বাসন্তিগ্রাম, পুটিমারী, রাজারভিটা, বজড়াদিয়ার খাতা, বড়ভিটাসহ বেশকিছু নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়েছে পড়েছে মানুষজন। বন্যার পানিতে নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ। পানি বৃদ্ধির কারনে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনে দিশাহারা মানুষজন করছে মানবেতর জীবন যাপন। পাউবো গেজ রিডার চিলমারী মোঃ জোবায়ের হোসেনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩১ সে.মি. পানি বৃদ্ধি পয়ে (শুক্রবার বেলা ৩টা পর্যন্ত) বিপদসীমার ৩৪ সে.মি. নিচ দিয়ে প্রবহিত হচ্ছিল। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দু’একদিনের মধ্যে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করবে। পানি বাড়তে থাকলে নতুন করে আরো বেশকিছু এলাকা প্লাবিত হবে এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
//নিউজ/চিলমারী//সোহেল/জুলাই/১৫/২৩