।। নিউজ ডেস্ক ।।
‘বাংলাদেশে প্রতিবছর যে দুর্নীতি হয় তা দিয়ে বছরে দুটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। শুক্রবার (১৪ জুলাই) রাতে উলিপুরের হেলিপ্যাড মাঠে জনসভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে চোর-ডাকাত, জালেম মুক্ত সংসদ গঠন করতে হবে। আওয়ামী লীগ দেশ থেকে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাদের এক কেজি নাট-বল্টুর দাম এক কোটি টাকা। কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে শতভাগ টাকা লুট করছে এ সরকার। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও চুরি হবে না। আমরা রাজনীতি করি অন্ন, বস্ত্র, বাসস্থান ও জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। বর্তমান যে পরিমাণ উন্নয়ন হচ্ছে, আমরা ক্ষমতায় গেলে তার চেয়ে ৭০ গুন উন্নয়ন হবে। এ জন্য অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও রাজনৈতিক সংকট নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে বলেও আহ্বান করেন তিনি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি এস.এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাছ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শেখ নূর মোহাম্মদ প্রমুখ।
//নিউজ//উলিপুর//মালেক/জুলাই/১৪/২৩