|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ১২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুর থানার অফিসার ইনচার্জ’র বিদায় ও আগমন উপলক্ষে আলোচনা সভা
উলিপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার বিদায় ও আগমন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় উলিপুর থানার আয়োজনে থানা চত্বরে এ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্প এলাকায় সৌদি খেজুরের চারা রোপণ
সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান, ব্যবসায়ীর মাধ্যমে ভারত থেকে ৬০টি সৌদি আরবের আজওয়া ও মরিয়ম খেজুরের চারা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১০টি কলম করা। যা দুই বছরের মধ্যে ফল দিতে শুরু করবে। এসব চারা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আশ্রয়ণ প্রকল্প এলাকার মানুষের পুষ্টি চাহিদা মেটাবে।
https://www.ulipur.com/?p=25337
➤ নাগেশ্বরী ও ফুলবাড়িতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৫
মঙ্গলবার (১১ জুলাই) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীর রমনা ঘাট এলাকা থেকে নাগেশ্বরী উপজেলার মোমিন পাড়া গ্রামের মাদক কারবারি আশরাফুল আলম প্রধান (২৮), বিদ্যুৎ পাড়ার আবু হানিফ (২৪) ও ফুলবাড়ী থানার অনন্তপুরের মোহাম্মদ ময়েন মিয়া(৩৬)কে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ।
https://www.ulipur.com/?p=25334