|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু
ফুলবাড়ীর পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
➤ উলিপুরে কৃষকের বদলে সরকারি খাদ্য গুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চক্র
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ক্রয় নিয়ম ডিজিটালাইজড করা হলেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষককের তালিকাতে রয়েছে সিন্ডিকেট চক্রের স্বজনসহ জমি-জমা না থাকা কৃষকরাও। ফলে উপজেলা ধান সংগ্রহ কমিটির পরোক্ষ যোগসাজশে সিন্ডিকেট চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চিত্র উঠে আসে অনুসন্ধানে।
https://www.ulipur.com/?p=25304
➤ ফুলবাড়ীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বে বেতন বন্ধ, কলেজে তালা
সোমবার (১০ জুলাই) সকালে বাধ্য হয়ে প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তালা লাগানোর ঘটনায় শতশত শিক্ষার্থী ক্লাসে পাঠদান করতে না পেরে বাড়ীতে ফেরত যান। পরে খবর পেয়ে প্রতিষ্ঠানের সভাপতি মাহফুজার রহমান আসলে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা মুল ভবনের তালা খুলে দেন। এরপর সভপতি অধ্যক্ষের রুমে শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন।
https://www.ulipur.com/?p=25307
➤ রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুদের নির্যাতন রোধে সভা অনুষ্ঠিত
রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সচেতনতা মুলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইউনিসেফের অর্থায়নে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=25316