|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ০৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
শনিবার সকাল ১০টার দিকে বালতিতে পানি দিয়ে খেলতে দেওয়া হয় শিশু সুফিয়ানকে। এসময় বাড়ির পাশে রােদে তিল শুকাচ্ছিলেন ওই শিশুর মা নাসরিন আক্তার। সবার অজান্তে বালতির পানিতে পড়ে যায় ওই শিশুটি।
https://www.ulipur.com/?p=25266
➤ কুড়িগ্রামে অনলাইন গেম ও জুয়াতে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা
ফ্রি ফায়ার, ক্যাসিনো, জেডউইন, বাবু ৮৮, জেডবার্ড, মারবেল, বাজি৯৯৯ টনবার্ডটি, পাবজি, লুডু, ক্যারাম বোর্ড, ওয়ান এক্স বেটসহ বহু অনলাইন গেম এবং বাজি খেলাতে আসক্ত হয়ে পড়েছে আগামী প্রজন্ম। অনলাইন বাজির নেশায় কেউ কেউ পড়াশোনা বাদ দিয়েছে অল্প বয়সেই। বাজির এই অনলাইন জুয়া খুবই লোভনীয় আর আকর্ষণের খেলা।
https://www.ulipur.com/?p=25260
➤চিলমারীতে দীর্ঘদিন কলেজে না এসেও ভোগ করছেন সুবিধা
চিলমারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ প্রতিষ্ঠানগুলোর পাঠদানসহ শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়তে শুরু করেছে। শিক্ষকরা সঠিক ভাবে সময় ও নিয়মিত প্রতিষ্ঠানে না যাওয়া, ক্লাস ফাঁকি দেয়া, প্রাইভেট ও কোচিংএ সময় বেশি দেয়ার কারণে দিন দিন প্রতিষ্ঠানের পাঠদান হচ্ছে ব্যাহত, ভেঙ্গে পড়ছে শিক্ষা ব্যবস্থা। এমনি অভিযোগ উঠেছে চিলমারী মহিলা ডিগ্রী কলেজের কয়েকজন শিক্ষক (প্রভাষক) এর বিরুদ্ধে।
https://www.ulipur.com/?p=25252