।। জেলা প্রতিনিধি ।।
ঢাকা ও চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে ঈদ করতে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এই পাঁচজন রোগীর চিকিৎসা চলছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন। এরা সবাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে চাকরি করেন। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাঃ সাদেকুর রহমান বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে ডেঙ্গু ইউনিট চালু না থাকায় মেডিসিন ওয়ার্ড ও বিশেষ কেবিনে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন।
//নিউজ/কুড়িগ্রাম//জাহিদ/জুলাই/০৯/২৩