|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ০৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চরাঞ্চলে শুভসংঘের ফ্রি ব্লাড ক্যাম্পেইন
প্রত্যন্ত চরের বাসিন্দাদের বেশিরভাগই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। ফলে ‘চরাঞ্চলের শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ এর উদ্যোগ নেয় কালের কণ্ঠ শুভসংঘ। বৃহস্পতিবার (৬ জুলাই) দিনভর উলিপুরের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের দূর্গম চর ঘুঘুমারীতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
➤ উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
মোট ভোটার ২ হাজার ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৩ জন ও মহিলা ভোটার একজন। ভোটাধিকার প্রদান করেন ১ হাজার ৫’শ ২০ জন। ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মঞ্জু মিয়া, সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ।
➤ কুড়িগ্রামে অনলাইন গেমিং ও জুয়া আসক্তিরোধে পুলিশের বিশেষ অভিযান
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, গোটা জেলায় কিশোর-তরুণদের অনলাইন গেমিং ও জুয়ায় আসক্তি প্রতিরোধে প্রায়োগিক সচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছে পুলিশ। গতকাল পুলিশের কয়েকটি টিম টহল অভিযান চালিয়ে এসব কিশোরকে আটকের পর সমাজসেবা কর্মকর্তাদের মাধ্যমে তাদের বাবা-মা ও অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
https://www.ulipur.com/?p=25236