।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুরে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে বীরপ্রতীক তারামন বিবি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিটিএসডব্লিউএস)। বুধবার (৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস।
দুই দিনব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন ধরণের ঔষধি গাছ অর্জুন, নিম, কৃষ্ণচূড়া, জাম, আমসহ বিভিন্ন ফুল ও জলজ উদ্ভিদও রোপন করা।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, এটি খুবই ভালো একটি উদ্যোগ। ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হচ্ছে। যা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সহায়ক হবে। এর আগেও এই সংগঠন থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছে তারা। এসব কাজকে সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।
বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, আমরা এর আগেও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেছি যেগুলো মানুষের উপকারে আসছে। বিভিন্ন দূর্যোগের সময় আমাদের সেচ্ছাসেবী দল ক্ষতি গ্রস্তদের পাশে থেকেছে। আমরা এর আগে যে সব বৃক্ষ রোপণ করেছিলাম সেগুলোর ছায়া নিচ্ছে পথচারীরা ও সাধারণ মানুষ। আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করেছি আগামীতেও করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, বীরপ্রতীক তারামন বিবি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ আল হাবিব প্রমুখ।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জুলাই/০৫/২৩