।। টেক ডেস্ক ।।
স্মার্টফোনে ভাইরাস হরহামেশা আক্রমণ করতে পারে না। তবে ম্যালওয়্যার খুব সহজেই আক্রমণ করতে পারে। আর এই ম্যালওয়্যার আক্রমণ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ইন্টারনেট। বর্তমান সময়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অনলাইনে কানেক্টেড থাকে বিধায় খুব সহজেই স্মার্টফোনকে প্রভাবিত করে ম্যালওয়্যার আক্রমণ করতে পারছে।
যেটা আসলে মোবাইল ফোনের ভাইরাসই বলা চলে। আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা অ্যাপেলের আইফোন যাই থাকুক না কেন, সাইবার অপরাধীরা ক্ষতিকারক ভাইরাস ছড়িয়ে আপনাকে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করতে পারে। তাই ফোনে ভাইরাস আছে কি না যদি সে সম্পর্কে জেনে রাখা যায় তাহলে এই ধরনের বিপদের হাত থেকে অনেকটাই নিরাপদে থাকা যাবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনে ভাইরাস আছে কি না বুঝবেন যেভাবে এবং করণীয়ঃ-
ফোনে ম্যালওয়্যার আক্রমণ হয়েছে কিনা বুঝার জন্য ফোনের সেটিংস থেকে ব্যাটারি ইউসেজ এবং প্রসেসিং টাস্ক চেক করুন। সেখানে সিস্টেম ব্যতিত এবং পরিচিত অ্যাপ ব্যতিত অন্য কোনো থার্ডপার্টি অ্যাপ আছে কিনা, বা অদ্ভুত নামের কোনো অ্যাপ দেখাচ্ছে কিনা খুঁজে দেখুন।
খুব বেশি ব্যবহার না করা সত্ত্বেও যদি আপনার স্মার্টফোনে হাত দিয়ে দেখেন যে সেটি খুব গরম হয়ে রয়েছে, তাহলে হতে পারে যে কেউ আপনার ফোনটি হাইজ্যাক করেছে এবং অসৎ কার্যসিদ্ধি করার জন্য অবৈধভাবে আপনার ফোনটিকে ব্যবহার করছে।
ফোনে যদি প্রায়শই খুব বেশি অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শিত হয়, তাহলে তা ফোনে লুকানো অ্যাডওয়্যারের ইঙ্গিত দেয়। তারা কেবল অবাঞ্ছিত বিজ্ঞাপনই পরিবেশন করে না, সেইসাথে ফোনটিকে ক্ষতিকারক ম্যালওয়্যার দিয়ে সংক্রামিত করতে পারে।
ফোনের কন্টাক্টসে থাকা ব্যক্তিদের কাছে যদি আপনার ফোন থেকে স্প্যাম মেসেজ যেতে থাকে, তাহলে ধরে নিতে হবে যে নিঃসন্দেহে আপনার ফোনে ভাইরাস রয়েছে।
যা যা করতে হবেঃ
➤ আপনার সকল ব্রাউজারের সব ডেটা ক্লিন করে দিন। এক্ষেত্রে আলাদা করে কোনো সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই। এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্যাশ ➤ ➤ মেমরি ক্লিয়ার করতে হবে।
➤ স্মার্টফোনটি সেফ মুডে রিস্টার্ট করে সেখানে কোনো অ্যাপস সন্দেহজনক মনে হলে তা আনইনস্টল করে দিন।
➤ গুগল প্লে প্রোটেক্ট খুবই দরকারি। এটাকে অন বা অ্যানাবেল করে রাখতে হবে। গুগল সিকিউরিটি চেকআপ করে সন্দেহজনক সব অ্যাপ আনইনস্টল করে দিন।
➤ স্মার্টফোন আপডেট করে সব অ্যাপ্লিকেশন আপডেট
➤ ফোনে ভাইরাস ঠেকাতে যাচাই বাছাই না করে কখনোই কোন অ্যাপ ডাউনলোড করবেন না। নিশ্চিত না হয়ে কোন ফাইল ডাউনলোড করবেন না।