|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ০২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে এসএসসি ৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সুচনা করে। এরপর আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।
https://www.ulipur.com/?p=25156
➤ ঈদের ৩দিন পরও কুড়িগ্রামে অপসারণ হয়নি কোরবানীর বর্জ্য
সময়মতো অপসারণ না করায় বর্জ্যগুলোতে মশা-মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ বাসা বেঁধেছে। অন্যদিকে পঁচা এসব বর্জ্যরে তীব্র গন্ধে চারপাশের বাতাস দূষিত হয়ে পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ এলাকাবাসী।
https://www.ulipur.com/?p=25161
➤ রৌমারীতে বজ্রপাতে যুবক নিহত
দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
https://www.ulipur.com/?p=25164
➤ চিলমারীতে কাজে আসছে না কোটি টাকায় নির্মিত ড্রেনেজ ব্যবস্থা
বছরে পর বছর থেকে ভোগান্তি আর দুর্ভোগে প্রায় ৩শতাধিক ব্যবসায়ীসহ লক্ষাধিক মানুষ। উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত থানাহাট বাজারের সড়কটি বেহাল দশায় দুর্ভোগে জনগন। কাজেও আসছে না থানাহাট বাজারে সদ্য নির্মিত কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থাটিও।
https://www.ulipur.com/?p=25167